নিহত বেড়ে ২৬ ইয়েমেনে নতুন মন্ত্রীদের ওপর হামলায়
ইয়েমেনের এডেন বিমানবন্দরে নবগঠিত ইয়েমেনি মন্ত্রিপরিষদের ওপর হামলা ও গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রীরা সবাই অক্ষত আছেন। এই ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বিমানটি বিমানবন্দরে পৌঁছানোর পরপরই জোরে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় বলে জানানা প্রত্যক্ষদর্শীরা।
প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে রাষ্ট্রপতি ভবনে স্থানান্তর করা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদের ওপর আক্রমণ চালানোর জন্য পাঠানো বিস্ফোরক ভর্তি একটি হুতি ড্রোন গুলি করে নামিয়েছে তারা।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা বিমানবন্দরে হামলার দায়ও অস্বীকার করেছে।